বিড়ি বেঁধে চলে সংসার, দুর্দান্ত সুরে ‘মেরে রশক-এ-কামার’ গান গেয়ে তাক লাগালেন গৃহবধূ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
সুন্দরভাবে দক্ষ শিল্পীর মতো 'মেরে রশক-এ-কামার' গানটি গায়। ভিডিওটিতে দাবি করা হয়েছে ভিডিওতে দৃশ্যমান গৃহবধূ পূর্ব বর্ধমান জেলার গলসির বাসিন্দা।

সময়ের স্রোতে বহু পরিবর্তন এসেছে পৃথিবীতে। সাধারণ মানুষের জীবনযাপন করার কায়দায় হোক বা চিকিৎসা বিজ্ঞান সবকিছুতেই ভারতের মাটিতে আকাশ পাতাল তফাৎ দেখা গিয়েছে বিগত একশো বছরে। তফাৎ সৃষ্টি হয়েছে প্রযুক্তিবিদ্যাতেও। আজ থেকে ৫০ বছর আগে যেখানে সবাই ল্যান্ডলাইন ফোন নেওয়ার কথা ভাবতে পারতো না, সেখানে আজ প্রায় প্রত্যেক মানুষের হাতে স্মার্টফোন দেখা গিয়েছে।
স্মার্টফোনের দৌলতে আজ কী না সম্ভব হচ্ছে! বিনোদন থেকে সাম্প্রতিক খবর আপডেট, সবেতেই মানুষকে ব্যস্ত রাখছে স্মার্টফোন। এই স্মার্টফোনের সাহায্যেই অসাধারণ প্রতিভার অধিকারী অনেক সাধারণ মানুষ নিজের প্রতিভার বিস্তার ঘটাতে পারছে। এক্ষেত্রে তাঁরা কোনো সংস্থার অধীনে না থাকলেও তাঁদের প্রতিভা অন্যান্য শ্রোতা ও দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে। এর ফলে আগের থেকে অনেক সহজে মানুষ জনপ্রিয় হওয়ারও সুযোগ পাচ্ছে।
সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা গেল। ভিডিওটিতে সুদূর গ্রামের এক গৃহবধূকে সুরেলা কণ্ঠে অসাধারণভাবে জনপ্রিয় হিন্দি গান গাইতে দেখা গেল। মহিলাকে মূলত খোলা আকাশের নিচে মাঠে রৌদ্রতপ্ত দুপুরে খাটিয়ার উপরে বসে বিড়ি বাঁধতে দেখা যায়। উক্ত গৃহবধূ হস্তশিল্পের কাজটিকে একটুও প্রভাবিত না করে খুবই সুন্দরভাবে দক্ষ শিল্পীর মতো ‘মেরে রশক-এ-কামার’ গানটি গায়। ভিডিওটিতে দাবি করা হয়েছে ভিডিওতে দৃশ্যমান গৃহবধূ পূর্ব বর্ধমান জেলার গলসির বাসিন্দা।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র’ (Social Worker Atindra) নামক এক ফেসবুক প্রোফাইল থেকে। গৃহবধূর কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। কমেন্ট বক্সে অনেকেই তাঁকে ‘জাত সিঙ্গার’ বলে আখ্যায়িত করেছেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিওটি প্রায় ৬.২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ২৭৮ হাজার মানুষ পছন্দ করেছেন।