Viral Video: পরম যত্নে দুটি বাঁদরছানাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন মহিলা, ভাইরাল ভিডিও

Viral Video : মহিলাকে নিজের সন্তানের মতো বানরছানা দুটোর যত্ন করতে দেখে আপ্লুত হয়ে গেছেন ভিডিওর দর্শকরা।

Viral Video : সোশ্যাল মিডিয়া খুললেই বানরের নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। কোনো ভিডিওতে বানরের লড়াই করার দৃশ্য, আবার কোনোটাতে দুষ্টুমি করার দৃশ্য দেখতে পাওয়া যায়। বানরের নানাম রকমের কার্যকলাপ দেখতে যে সমস্ত নেটিজেনদের ভালো লাগে, তাঁরা বানরের ভিডিও সামনে পেলে সেগুলো সময় নিয়ে দেখেন, কখনও প্রতিক্রিয়া দেন, আবার কখনও শেয়ার করেন। এইসবের বিভিন্ন প্রতিভামূলক ভিডিওর পাশাপাশি এগুলোকেও ভাইরাল হয়ে যেতে দেখা যায়।

Viral Video :

Viral Video

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে মানুষ ও বানরের এক সুন্দর সম্পর্ক দেখতে পাওয়া গেছে। ভিডিওটিতে এক মহিলাকে বানরছানাদের খুব আদরযত্নে রাখতে দেখা যায়। ভিডিও শুরু হতেই দেখা যায়, এক মহিলা পরম স্নেহে দুই বানর ছানাকে স্নান করাচ্ছেন। মহিলার আদর পেয়ে বানরছানা দুটিকেও বেশ আনন্দে থাকতে দেখা যায়। মহিলার মমতার আঁচলে আশ্রয় পেয়ে বানরছানাগুলো বোধহয় সুরক্ষিত বোধ করে। সেই জন্যই হয়তো দুই বানরছানাকেই মহিলাকে আঁকড়ে ধরে থাকতে দেখা যায়।

স্নান করানো হয়ে গেলে ভিডিওতে দৃশ্যমান মহিলা ফিডিং বোতলে বানরছানা দুটোকে দুধও খাওয়ান। মহিলাকে নিজের সন্তানের মতো বানরছানা দুটোর যত্ন করতে দেখে আপ্লুত হয়ে গেছেন ভিডিওর দর্শকরা। বহু দর্শকই মহিলার পদক্ষেপ দেখে অনুপ্রাণিত হয়েছেন। অনেকেই আবার মহিলার ও বানরছানা দুটোর আত্মিক সম্পর্ক দেখে প্রশংসা করেছেন।

Viral Video :

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মাঙ্কি জানা’ (Monkey Jana) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি প্রায় ২ বছর আগে আপলোড করা হলেও সম্প্রতি নতুন করে ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১৮ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৬৩ হাজার অতিক্রম করে গেছে।

এখানে দেখুন : হঠাৎ বন্ধ গাড়ি চলাচল! রাস্তা দিয়ে পার হচ্ছে বিশালাকার পাইথন সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও