বিশ্বের সবচেয়ে সুন্দরী শিশুর শিরোপা পেল এই ছোট্ট মেয়ে, রইল তার আসল পরিচয়

অল্প বয়সী সুন্দরী মেয়েটির নাম হল অনাহিতা হাশেমজাদেহ (Anahita Hashemzade)। বহু বছর আগে তাঁর ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এক ফুটফুটে মেয়ের গালভরা হাসির ছবি দেখতে পাওয়া যায়। মেয়েটির মন ভোলানো চোখের রঙে হারিয়ে যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই এই শিশুটিকে বিশ্ব সুন্দরী বলে মনে করেন। এই শিশু ইতিমধ্যে সৌন্দর্যের দৌড়ে বিশ্ব সুন্দরীর তকমাও পেয়ে গেছে। অনেকের দাবি, এই শিশুর কাছে (প্রাক্তন) বিশ্ব সুন্দরীদের সৌন্দর্যও হার মানবে।

অল্প বয়সী সুন্দরী মেয়েটির নাম হল অনাহিতা হাশেমজাদেহ (Anahita Hashemzade)। বহু বছর আগে তাঁর ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এখনও সুযোগ পেলেই টাইমলাইনে নতুন করে ভেসে উঠতে দেখা যায় ছবিগুলো। তার ছবি প্রথমবার সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ২০১৮ সালে। অনাহিতার জন্ম হয়েছিল ২০১৬ সালের ১০ই জানুয়ারি তারিখে। ইরানের ইসফাহান শহরে জন্মা নেওয়া অনাহিতা যখন ২ বছরের ছিল, তখন তার ফটোগুলো ভাইরাল হয়।

অনাহিতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁর চর্চার বিষয়ে পরিণত হয়ে যায়। আজ অনাহিতা সোশ্যাল মিডিয়া তারকায় পরিণত হয়েছে। আর পাঁচটা তারকার মতোই তার ভক্তের সংখ্যাও ভালোই রয়েছে। অনাহিতার ফ্যান ফলোয়িং দেখে তার মাও অবাক হতে বাধ্য হন। এই ছোট মেয়ে বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় শিশু মডেল হিসেবে পরিচিত। দাবি করা হয়, কিছুদিন আগে নাকি তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল। ওই অবস্থায় অনাহিতার মা নিজ কন্যা সন্তানের নামে নতুন একটি ইনস্টাগ্রাম আইডি খোলে বলে জানা গেছে।

অনাহিতার বর্তমান বয়স ৭ বছর। সম্প্রতি অনাহিতার করোনা আক্রান্ত হওয়ার গুজব রটেছিল। তবে তার মা স্পষ্ট ভাষায় জানিয়ে যে, অনাহিতা করোনা রোগে আক্রান্ত হয়নি।