ছাতা ধরো হে দেওরা, লাল ব্লাউজ হলুদ শাড়িতে দুর্দান্ত লোকনৃত্য যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বন্ধ ঘরে অসাধারণ নাচ করলেন এক সুন্দরী যুবতী।

বাঙালির খাদ্যাভ্যাসের সাথে যেমন বিভিন্ন মাছের নাম জড়িয়ে রয়েছে ঠিক সেরকমই বাঙালি ও বাংলার সংস্কৃতির সাথে অতোপ্রোতভাবে ভাবে জড়িয়ে রয়েছে বাংলার লোক সংগীত। বাঙালিরা যতই মডার্ন হোক না কেন এখনো বাঙালিদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো বাংলা লোকসংগীত। বর্তমানে বিভিন্ন ধরনের নিত্যনতুন নাচের প্রচলন হলেও বাংলার এই পুরোনো ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন বহু নৃত্যশিল্পী। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া সমস্ত মানুষের প্রতিভা প্রকাশের মাধ্যম হয়ে ওঠার কারণে বাংলা লোকসংগীতে করা নাচের ভিডিওগুলো প্রায়ই চোখে পরে।

একটি বহু পুরনো জনপ্রিয় লোকসংগীত হলো “ছাতা ধরো হে দেওরা” (Chata Dhoro He Deora)। আর প্রায় প্রতিটি বাঙালিই এই গানটির সাথে ভালোভাবেই অবগত। সম্প্রতি এই জনপ্রিয় লোকসংগীতটিতেই দুর্দান্ত ডান্স পারফর্ম করে সকলকে তাক লাগিয়ে দিলেন এক সুন্দরী যুবতী। এদিন ওই যুবতীটির পরনে ছিল একটি লাল পাড় হলুদ শাড়ি তার সাথে ম্যাচিং করা লাল ব্লাউজ, চুলের খোপায় ফুল ও ম্যাচিং হাতের চুড়ি।‌ পরিশেষে কপালের টিপের স্নিগ্ধ লুকে রীতিমতো ঘায়েল হয়েছেন একাধিক যুবক।

সম্প্রতি, “শিল্পী দ্য রাইজিং স্টার” (Shilpi the rising star) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় ওই যুবতীর দুর্দান্ত কায়দায় করা নাচের এই ভিডিওটি। যা বর্তমানে দেখে ফেলেছেন প্রায় ছয় লক্ষের বেশি মানুষ। এর পাশাপাশি ভিডিওটিকে পছন্দ করা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬ হাজারের কাছাকাছি। এছাড়াও ওই যুবতীর দুর্দান্ত নৃত্যশৈলীর প্রশংসায় কমেন্ট বক্স ভরে দিয়েছেন একাধিক মানুষ। কেউ কেউ লিখেছেন “অসাধারণ”, আবার কাউকে লিখতে দেখা গিয়েছে “খুব সুন্দর”। অর্থাৎ ওই যুবতীর নাচ যে বর্তমানে ইন্টারনেটের অন্যতম হটকেক তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

বর্তমান যুগে দাঁড়িয়ে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাগুলো প্রকাশের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আগে এ ধরনের সুযোগ থেকে শিল্পীরা বঞ্চিত হলেও বর্তমানে সোশ্যাল মিডিয়া সেই সুযোগ করে দিচ্ছে সকলকে। যার কারণে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যাচ্ছে এধরনের পুরোনো বাংলা সংস্কৃতির নিদর্শনগুলো। আর এই ভিডিওটিও সেটাই প্রমাণ করছে। যার কারণে ভিডিওটি ভাইরাল হতে বেশি একটা সময় লাগেনি।