শাড়ি পরেই দুর্দান্ত কায়দায় ‘ব্যাক ফ্লিপ’ করে তাক লাগলেন যুবতী, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়
খোলা আকাশের নিচে শক্ত মাটির উপরে দাঁড়িয়ে এক ইটভাটার সামনে মোটামুটি ২০-২৫ বছর বয়সী এক যুবতীকে ডিগবাজি দিতে দেখে সবাই হা হয়ে থেকে গেছেন।

নারীশক্তির প্রদর্শন সেই প্রাচীন কাল থেকেই হয়ে এসেছে। যুগ আধুনিক হলেও নারীদের সংঘর্ষ বজায় থেকেছে। প্রতিকূলতা সামনে এলেও পিছিয়ে না গিয়ে লড়াই করতে দেখা গিয়েছে। যুগের হিসাবে শুধুমাত্র সংঘর্ষের নাম পরিবর্তিত হয়েছে। সে যুগেও নারীদেরকে নিজেদের অধিকারের জন্য ময়দানে নামতে হয়েছে, এযুগেও নিজ অধিকারের জন্য নানান রকমের কৌশল রপ্ত করতে হয়েছে।
সেই যুদ্ধ সেই কৌশল কখনও শারীরিক কখনও মানসিক হয়েছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে যেমন যুদ্ধ কৌশল রপ্ত করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হয়েছিল, তেমনই আজকের নারীদেরও বিভিন্ন রকমের মানসিক লড়াইয়ের মুখোমুখি হয়ে রোজনামচার কাজ করতে হচ্ছে। একটা প্রচলিত কথা আছে, “যে রাঁধে সে চুলও বাঁধে”। অর্থাৎ গৃহস্থালির কাজ সামলে পুরো সংসার এক সূত্রে গেঁথে রাখা নারীরা বাড়ির বাইরের কাজও দক্ষতার সঙ্গে সামলাতে পারে। ব্যক্তি বিশেষে নারী-পুরুষের ক্ষমতায় পার্থক্য থাকবেই, তবে পরিস্থিতির ভিত্তিতে বহু নারী-পুরুষই প্রচলিত ধারণা পাল্টে প্রত্যেক যুগে নিজেকে তুলে ধরতে পিছপা হননি, সেটাও বারংবার প্রমাণিত হয়েছে।
সম্প্রতি এক যুবতীর ‘ব্যাক ফ্লিপ’ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক সুন্দরী রমণীকে শাড়ি পরিহিত অবস্থায় ‘ব্যাকফ্লিপ’ দিতে দেখা গেছে। খোলা আকাশের নিচে শক্ত মাটির উপরে দাঁড়িয়ে এক ইটভাটার সামনে মোটামুটি ২০-২৫ বছর বয়সী এক যুবতীকে ডিগবাজি দিতে দেখে সবাই হা হয়ে থেকে গেছেন।
Video – instagram(milisarkar72) pic.twitter.com/RlhrxEXzc7
— Samay Barta (@SamayBarta) December 6, 2020
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সময় বার্তা’ (Samay Barta) নামক এক টুইটার হ্যান্ডেল থেকে। তরুণীকে সফলভাবে একাধিকবার ব্যাকফ্লিপ দিতে দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে প্রায়শই পুরুষদের স্টান্ট করতে দেখা যায়। এইবার এই রমণীকে স্টান্ট করতে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।