ছোট্ট বয়সে সংসারের দায়িত্ব, ট্রেনের মধ্যে দুর্দান্ত গান গেয়ে রোজগার করছে খুদে বালক, ভাইরাল ভিডিও
'সাওয়ান আয়া হ্যা' (Sawan Aya Hai) গান গাইতে দেখা যায় বালককে। বালকের কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা।

সঙ্গীত ও সাধনা যেন একে অপরের প্রতিশব্দ। এটি ছাড়া অপরটি লাভ করা যায় না। সাধনা ছাড়া সঙ্গীত কোনোভাবেই উপলব্ধ করা সম্ভব নয়। কথিত আছে, মোগল দরবারে একসময় নাকি তানসেন সঙ্গীতের মাধ্যমে আগুন জ্বেলেছিলেন। এই সঙ্গীতের দৌলতেই মানুষ বহু লড়াইও জয় করেছে। বলা হয় সঙ্গীতের ব্যাপারে সম্রাট আকবর নাকি বলতেন, সঙ্গীত ভালোবাসে না এমন ব্যক্তি কোনোদিনই প্রকৃত মানুষ হতে পারে না।
সঙ্গীতের দৌলতেই বহু মানুষ অর্থ উপার্জন করতে পারছে। বড়ো বড়ো শিল্পীরা সিনেমায় বা অ্যালবামে গান গেয়ে জীবিকা নির্বাহ করছেন। কোনো সঙ্গীত শিল্পী স্টেজেও গান করতে পৌঁছে যাচ্ছেন ও লাখ টাকা আয় করছেন। তবে শুধুমাত্র প্রশিক্ষিত সঙ্গীত শিল্পীই নয়, সাধারণ মানুষও সঙ্গীতের হাত ধরে টাকা আয় করতে পারছেন। রাস্তাঘাটে কণ্ঠে সুর তুলে বা ট্রেনে-বাসে গান গেয়ে অনেকেই নিজের রুজিরুটির ব্যবস্থা করে নিতে পারছেন।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একটি বালককে ট্রেনে ঘুরে ঘুরে গান গাইতে দেখা গেছে। হাতে দেখা গেছে সাদা রঙের ছোট্ট মতো বাদ্যযন্ত্র। ছেলেটির মুখ দেখে বোঝা যায় ছেলেটির বয়স খুবই কম। পেটের দায়ে ঘুরে ঘুরে গান গাইতে বাধ্য হয়েছে। পরণে ছিল বেগুনী রঙের পুরোনো একটি শার্ট ও প্যান্ট। যাত্রীতে পরিপূর্ণ ট্রেনের কম্পার্টমেন্টের মাঝে ঘামে নেয়ে ‘ক্রিচার থ্রিডি’ (Creature 3D) সিনেমার ‘সাওয়ান আয়া হ্যা’ (Sawan Aya Hai) গান গাইতে দেখা যায় বালককে। বালকের কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘নিরাজ কুমার’ (Niraj Kumar) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৩.৩ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১০৬ হাজার অতিক্রম করে ফেলেছে।