অরিজিৎ সিং-এর গানকেও টেক্কা দেবে এই রাজমিস্ত্রির গাওয়া গান, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
অরিজিৎ সিং-এর মতো দরদ ভরে গান গাইতে দেখা যায়। তাঁর কণ্ঠে মূলত 'খামোশিয়া' গানটি শুনতে পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়া মানবজীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে নিজেকে তুলে ধরেছে। আট থেকে আশি সবাই মজে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। মনোরঞ্জন হোক বা সাম্প্রতিক খবর জানার চাহিদা সবকিছু করাই এক চুটকিতে সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। ভ্লগিং থেকে শুরু করে প্রতিভা প্রদর্শন সবকিছুই করা যায় সোশ্যাল মিডিয়ায়।
অবসর সময় কাটানোর জন্য নেটিজেনরা সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হলে এই মাধ্যম কিন্তু মোটেই তাঁদের হতাশ করে না। নানানভাবে নানান উপায়ে এই সামাজিক মাধ্যম সাধারণ মানুষের অবসর সময় অতিবাহিত করতে সাহায্য করে। এই প্ল্যাটফর্মগুলোর দৌলতে বহু সাধারণ মানুষের প্রতিভা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে। এই সাধারণ মানুষগুলির মধ্যে নিপুনতায় পরিপূর্ণ প্রতিভা থাকলে মাঝে মধ্যে তাঁরা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে প্রশংসা পাওয়ারও সুযোগ পান।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক রাজমিস্ত্রির প্রতিভামূলক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে উক্ত রাজমিস্ত্রির অতুলনীয় প্রতিভার সাক্ষী হয়ে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। ভিডিওটির শুরুতে এক বন্ধ ফাঁকা ঘরের মাঝে এক রাজমিস্ত্রিকে একদম সাধারণ সাদা রঙের পোশাক পরিহিত অবস্থায় অরিজিৎ সিং-এর মতো দরদ ভরে গান গাইতে দেখা যায়। তাঁর কণ্ঠে মূলত ‘খামোশিয়া’ গানটি শুনতে পাওয়া যায়। দাবি করা হয়েছে কোনো রকমের প্রশিক্ষণ ছাড়াই তিনি এই গানটি গেয়েছেন। তাঁর এক সহকর্মী তাঁর গান গাওয়ার মুহূর্তটিকে ভিডিওরূপে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আর্টিস্ট জোন’ (Artist Zone) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটি বহু মানুষ দেখে নিয়েছেন এবং প্রায় সাড়ে ৩ লাখেরও বেশি মানুষ পছন্দ করেছেন।