ফাঁকা মাঠে টাইট পোশাকে সুপারহিট হিন্দি গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

খোলা আকাশের নিচে জনপ্রিয় হিন্দি গান 'ও লেকে পেহেলা পেহেলা পেয়ার'-এর তালে দুর্দান্ত কায়দায় নিজস্ব ভঙ্গিমায় নাচতে দেখা গিয়েছে ওই যুবতীকে।

বর্তমান প্রজন্মের মানুষের কাছে নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও মনোরঞ্জনের মাধ্যম। এমনকি অনেকে আবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজেদের প্রতিভাকে লক্ষ লক্ষ মানুষের কাছে তুলে ধরছে প্রতিনিয়ত। পাশাপাশি এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বেশ মোটা অংকের টাকাও রোজগার করছেন একশ্রেণীর মানুষ। সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো কিছু ভাইরাল হতে বেশি একটা সময় লাগে না। কেউ যদি চান তাহলে তিনি নিমিষেই নিজের প্রতিভাকে পৌঁছে দিতে পারবেন মানুষের কাছে। এমনকি সেই চেষ্টা সফলও হয় বারবার।

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই মানুষ নিজেদের প্রতিভাগুলোকে তুলে ধরছে। কেউ নাচ, কেউ গান আবার কেউ আঁকা ও আবৃত্তির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কুড়োচ্ছেন। পাশাপাশি তৈরি করে নিচ্ছেন নিজেদের একটি ভার্চুয়াল ফ্যানবেস। বর্তমান সময়ে নিজের শিল্পীসত্তাকে তুলে ধরতে আগ্রহী নন এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। সোশ্যাল মিডিয়া খুললেই আট থেকে আশি ইত্যাদি বয়সী মানুষের বিভিন্ন ধরনের প্রতিভা উঠে আসে আমাদের চোখের সামনে।

সম্প্রতি সেরকমই একটি ভিডিওর সূত্র ধরে চর্চায় উঠে এলেন এক সুন্দরী যুবতী। যেখানে ওই যুবতীকে দেখা যাচ্ছে একটি লাল রঙের ক্রপটপ ও কালো স্ল্যাকসে। তাঁর সাথে পায়ে রয়েছে একটি স্নিকার্স জুতো। খোলা চুলে খোলা আকাশের নিচে জনপ্রিয় হিন্দি গান ‘ও লেকে পেহেলা পেহেলা পেয়ার’-এর তালে দুর্দান্ত কায়দায় নিজস্ব ভঙ্গিমায় নাচতে দেখা গিয়েছে ওই যুবতীকে। ভিডিওটি থেকে জানতে পারা গিয়েছে ওই যুবতীর নাম মিনু।

বছরখানেক আগে একটি ‘Ane Murillo’ নামক ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় মিনুর নাচের এই ভিডিওটি। যা বর্তমানে ছড়িয়ে পরেছে প্রায় ৩ লক্ষ্যের কাছাকাছি মানুষের কাছে। আর তাঁদের সিংহভাগই তাঁর নাচের তুমুল প্রশংসা করেছেন। যা ভিডিওটির কমেন্ট বক্সে চোখ রাখলেই প্রমাণ মেলে। পাশাপাশি ভিডিওটিকে লাইক করেছেন প্রায় হাজার খানেক মানুষ। অর্থাৎ প্রত্যেকেরই যে এই ভিডিওটি ব্যাপক নজর কেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।