মোষের সামনে ভেলকি দেখাতে গিয়ে বিপদে পড়লেন যুবতী, মুহূর্তে ভাইরাল ভিডিও
মোষের সামনে গোলাপী রঙের কুর্তি ও নীল লেগিংস পরিহিত অবস্থায় এক তরুণীকে দাঁড়িয়ে থেকে বিভিন্ন রকমের অঙ্গিভঙ্গি করার মাধ্যমে রিল বানানোর চেষ্টা করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ার দৌলতে সবকিছুই হাতের মুঠোয় চলে এসেছে। এই মাধ্যমের প্ল্যাটফর্মগুলোর দৌলতে বহু জানা-অজানা বিষয় দেখার সুযোগ পাওয়া যাচ্ছে। অজান্তেই সোশ্যাল মিডিয়ায় জাতিধর্মবর্ণ নির্বিশেষে মানুষকে একই প্ল্যাটফর্মে আনতে পেরেছে। মাত্র এক ক্লিকেই মানুষ সারা দুনিয়ার খবর জানতে পারছে। শুধু তাই নয়, আগের তুলনায় মনোরঞ্জনও খুব সহজেই করা সম্ভব হয়েছে।
সোশ্যাল মিডিয়ার চাহিদা দিনের পর দিন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। প্রযুক্তির উন্নতি ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা যেন সমান্তরালে ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে। সাম্প্রতিক খবর হোক বা বিনোদন সবকিছুই বর্তমানে হাতের মুঠোয় চলে আসতে দেখা গেছে। ফলস্বরূপ, আজকাল অনেকে মানুষকেই সংবাদপত্র ও টিভিকে বর্জন করে সোশ্যাল মিডিয়াকে আপন করে নিতে দেখা গেছে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা গেছে। ভিডিওটির মাধ্যমে এক তরুণী ও মোষের এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলেন দর্শকরা। একটি বিশালাকার কালো মোষের সামনে গোলাপী রঙের কুর্তি ও নীল লেগিংস পরিহিত অবস্থায় এক তরুণীকে দাঁড়িয়ে থেকে বিভিন্ন রকমের অঙ্গিভঙ্গি করার মাধ্যমে রিল বানানোর চেষ্টা করতে দেখা যায়। ভিডিওর শুরুতে তরুণীর চোখে এক ফোঁটাও ভয় দেখা যায়নি। তবে ভিডিওর শেষে যা হল সবাইকে স্তম্ভিত করে রেখে দিল। তরুণীটি মোষের সামনে ব্রেক ড্যান্স শুরু করতেই মোষটি তৎক্ষনাৎ প্রতিক্রিয়া দেয়। তরুণীর নাচে সম্ভবত মোষটি বিরক্ত বোধ করছিল। ফলস্বরূপ, মোষটি তরুণীকে গুঁতিয়ে দিতে উদ্যত হয়। মোষটি গুতো মারতেই তরুণীকে ছিটকে পড়তে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘বিহারী ব্রো’ (Bihari Brood) নামক এক ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটি দেখে যেখানে কিছু নেটিজেন সহানুভূতি প্রদর্শন করেছেন, সেখানে কিছু নেটিজেন আবার ভিডিওটি দেখে মজা পেয়েছেন। নেটিজেনদের এই মিশ্র প্রতিক্রিয়ার জেরেই ভিডিওটি ভাইরাল হয়ে যেতে দেখা গেছে। প্রায় ২৭ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।