মিঠাইয়ের শেষ শুটিংয়ের দৃশ্য ভাইরাল, অন্তিম পর্বে কেঁদে ভাসালেন সৌমিতৃষা-আদৃত

উক্ত রিল ভিডিওতে দেখা যায়, বিদায়কালে 'মনোহরা' পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। সৌমিতৃষা থেকে আদৃত সবার চোখ ছলছল করছে।

প্রতিনিয়তই কোনো না কোনো ধারাবাহিকের অধ্যায় শুরু হচ্ছে, কোনো না কোনো সিরিয়ালের সফর শেষ হচ্ছে। শুরু থেকে শেষ সবটাই চর্চার বিষয় হয়ে ওঠে দর্শকদের কাছে। জন্মের প্রথম দিন থেকেই টিআরপি-এর প্রতিযোগিতায় নেমে যেতে হয় ধারাবাহিকগুলোকে। সিরিয়ালের শেষ দিনেও চলতে থাকে টিআরপি-এর হিসাব। এইসবের মাঝেই একটানা একাধিক সপ্তাহ বেঙ্গল টপার থাকার পরে দাঁড়ি পড়ল বাংলার এক জনপ্রিয় ধারাবাহিকে।

এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’কে (Mithai) নিয়ে। এই ধারাবাহিকের প্রথম পথ চলা শুরু হয়েছিল ২০২১ সালের ৪ঠা জানুয়ারি তারিখে। এরপরে টিআরপি-এর নিরিখে একাধিকবার বেঙ্গল টপারের মুকুট শিরে ধারণ করে এই ধারাবাহিক। এবার এর পথ চলা ৯ই জুন তারিখে শেষ হতে চলেছে। শেষ পর্বের শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এবার শেষ পর্বই প্রকাশ্যে আসতে বাকি আছে।

সম্প্রতি জি বাংলা চ্যানেলের তরফে একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। জি বাংলার ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট হওয়া ভিডিও ক্লিপে ধরা পড়েছে ‘মনোহরা’ পরিবারের বহুমূল্য দৃশ্য। উক্ত রিল ভিডিওতে দেখা যায়, বিদায়কালে ‘মনোহরা’ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। সৌমিতৃষা থেকে আদৃত সবার চোখ ছলছল করছে। ঐন্দ্রিলা, বিশ্বজিৎ সরকার, ধ্রুবজ্যোতি সরকার সবারই অক্ষিকোটর অশ্রুতে ভরে যেতে দেখা যায়। শেষ ‘সেলফি’ও তুলতে দেখা যায় ‘মনোহরা’ পরিবারকে। ভিডিওর ক্যাপশনে লেখা থাকে, “সুখে-দুঃখে মিষ্টি মুখে”-র রেশ থাকুক আজীবন”।

ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে গেছেন ভক্তরা। কমেন্ট বক্স উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্যে। কেউ লিখেছেন, “ভিডিও দেখে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। একটাই অনুরোধ, মিঠাই ২ শুরু করা হোক”। অপর এক নেটিজেনের বক্তব্য, “মিঠাই ২ আনলেও যেন নতুন গল্প হোক, লিপ দিয়ে যেন মিঠাই ২ শুরু না করা হয়”। কেউ আবার জানালেন অপেক্ষায় থাকার কথা। সবমিলিয়ে বিভিন্ন কারণে বিদায়কালে চর্চায় ‘মিঠাই’।